ঝিকরগাছা (যশোর), ১৮ জুলাই ২০২৫:
ঝিকরগাছা উপজেলার আলোচিত এসিড নিক্ষেপ মামলার প্রধান আসামি জসীম (৪০) কে দীর্ঘ অভিযানের পর গ্রেফতার করেছে ঝিকরগাছা থানা পুলিশ। আত্মগোপনের জন্য জেলের ছদ্মবেশ ধারণ করে পার্শ্ববর্তী নড়াইল জেলার একটি বিলের মধ্যে অবস্থান করলেও শেষরক্ষা হয়নি তার।
পুলিশ জানায়, ভিকটিমের সঙ্গে পারিবারিকভাবে পূর্বে বিবাহবিচ্ছিন্ন হয়ে সন্তানসহ বাবার বাড়িতে বসবাস করছিলেন এক নারী। একই এলাকার ভাড়াটিয়া জসীম প্রায় সময় ভিকটিমের বাড়িতে যাতায়াত করতেন এবং একপর্যায়ে বিয়ের প্রস্তাব দেন। প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে গত ৩ জুলাই রাতে ভিকটিমের বাড়ির জানালার পাশে অবস্থান নিয়ে এসিড নিক্ষেপ করেন তিনি।
এসিড নিক্ষেপের ঘটনায় ভিকটিম, তার শিশু সন্তান, মা এবং ছোট ভাই দগ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এরপর ভিকটিমের বাবা থানায় মামলা করেন।
এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশ সুপার মহোদয় দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে ঝিকরগাছা থানাসহ পুলিশের একাধিক টিম অভিযানে নামে। একাধিক অবস্থান বদলের পর গত ১৭ জুলাই বিকালে এসআই তাপসের নেতৃত্বে একটি আভিযানিক দল জেলের ছদ্মবেশে লোহাগাড়ার কামাল প্রতাপ এলাকার বিলের মধ্যে গিয়ে অভিযান চালায়। এসময় আসামি পানিতে ঝাঁপ দিলেও ধাওয়া করে তাকে আটক করে পুলিশ।
পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার দায় স্বীকার করে। তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।