তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে নলছিটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ


ঝালকাঠি প্রতিনিধি: মো. নাঈম মল্লিক

তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, প্রশাসনের নির্লিপ্ততা এবং সারাদেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ঝালকাঠির নলছিটির রানাপাশা ইউনিয়নে বিক্ষোভ সমাবেশ করেছে ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৮ জুলাই) বিকাল ৫টায় রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন—নলছিটি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি, রানাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক নেছাহাব আলী কামরুল, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সজল, সদস্য সচিব উজ্জ্বল খান, যুবদলের সভাপতি আব্দুল কুদ্দুস মোল্লা, নেতা মোস্তফা কামাল ও ফিরোজ মুন্সী এবং ছাত্রনেতা হাসিব বিল্লাহ প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, “তারেক রহমানকে নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এসব বক্তব্যের উপযুক্ত জবাব রাজপথ থেকেই দেওয়া হবে।”

তারা আরও বলেন, “বিএনপির নেতাকর্মীরা ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করে এসেছে। মামলা-হামলা, গুম-খুন সহ্য করেছে। অথচ এখন একটি বিশেষ মহল বিএনপিকে নতুন ষড়যন্ত্রের ফাঁদে ফেলার চেষ্টা করছে। এই ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাবও রাজপথেই দেওয়া হবে।”

ইসলামী আন্দোলনের নেতাদের উদ্দেশে বক্তারা বলেন, “আজ পর্যন্ত দেশের একটি আসনেও তারা বিজয়ী হতে পারেনি। তারা কীভাবে তারেক রহমানের মতো নেতৃত্ব নিয়ে কথা বলতে পারে?”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *