নিজস্ব প্রতিবেদক, রাজধানীর শ্যামলীতে চাপাতি দিয়ে ভয়ভীতি দেখিয়ে এক যুবকের সর্বস্ব ছিনিয়ে নেওয়ার ঘটনায় তিন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-তেজগাঁও (ডিবি) বিভাগ। গ্রেফতারকৃতরা হলেন—আল আমিন (২৮), আসলাম শিকদার (২৯) ও কবির (২২)।
বুধবার (১৭ জুলাই ২০২৫) ভোরে কেরানীগঞ্জ ও ভোলার চরফ্যাশন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে আল আমিন ও আসলামকে গ্রেফতার করা হয়। এর আগে গত ১৪ জুলাই মোহাম্মদপুর এলাকা থেকে কবিরকে গ্রেফতার করা হয়।
ডিবি সূত্রে জানা গেছে, ১১ জুলাই সকালে ধামরাইয়ের কর্মস্থলে যাওয়ার পথে জনৈক শিমিয়ন ত্রিপুরা (৩০) রাজধানীর মেরিগোল্ড ইন্টারন্যাশনাল স্কুলের কাছে তিন অজ্ঞাতনামা দুর্বৃত্তের কবলে পড়েন। দুর্বৃত্তরা মোটরসাইকেলে এসে চাপাতি ও হাসুয়া দেখিয়ে তার ব্যাকপ্যাক ছিনিয়ে নেয়, যাতে ছিল নগদ টাকা, জাতীয় পরিচয়পত্র, ব্যাংক কার্ড ও অফিস আইডি। এমনকি তার পকেট থেকে মোবাইল ফোন, জুতা এবং টি-শার্টও ছিনিয়ে নেয়।
ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হলে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। পরে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ১২ জুলাই শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
তদন্ত চলাকালে পুলিশ সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের শনাক্ত করে। পরবর্তীতে ধারাবাহিক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইয়ে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত কবির সরাসরি ছিনতাইয়ে অংশ না নিলেও অস্ত্র, অর্থ ও সরঞ্জাম সরবরাহ করতো বলে জানিয়েছে পুলিশ।
ডিবি সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী এবং তারা শ্যামলীর আলোচিত ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং ছিনতাইয়ে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।