কুড়িগ্রাম প্রতিনিধি: ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে পুলিশের গুলিতে নিহত রংপুরের বীর শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত, স্মরণসভা ও আলোচনা অনুষ্ঠানে অংশ নিয়েছেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ।বুধবার (১৭ জুলাই) রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার জাফরপাড়ায় শহীদ আবু সাঈদের কবরে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও দোয়া-মোনাজাতে অংশ নেন কুড়িগ্রাম জেলা কমিটির নেতারা। পরে রংপুর জেলা ও মহানগর এবি পার্টির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কুড়িগ্রাম জেলা আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান, সদস্য সচিব জাহিদুল ইসলাম জুয়েল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজর আলী, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক পনির উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা শহীদ আবু সাঈদের আত্মত্যাগকে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের প্রেরণা হিসেবে উল্লেখ করে বলেন, “তাঁর রক্ত বৃথা যেতে পারে না, এই স্বৈরাচারবিরোধী আন্দোলন আমাদের চালিয়ে যেতে হবে।”