মালয়েশিয়া বাংলাদেশি কর্মীদের জন্য চালু করলো মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১৫ জুলাই ২০২৫: মালয়েশিয়া সরকার বাংলাদেশি প্রবাসী কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা (Multiple Entry Visa) সুবিধা চালু করেছে।
আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল এই তথ্য জানান।

গত মে মাসে মালয়েশিয়া সফরে উপদেষ্টা ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশি কর্মীদের ভিসা সংক্রান্ত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাসের পর গত ১০ জুলাই মালয়েশিয়া ইমিগ্রেশনের মহাপরিচালকের পক্ষে একটি পরিপত্র জারি করা হয়, যেখানে এই নতুন সুবিধার ঘোষণা দেওয়া হয়েছে।

ড. আসিফ নজরুল জানান, যারা ইতোমধ্যে সিঙ্গেল এন্ট্রি ভিসা ও টেম্পোরারি এমপ্লয়মেন্ট ভিজিট পাস (PLKS) পেয়েছেন, তাদের নতুন করে মাল্টিপল এন্ট্রি ভিসা নিতে হবে না। PLKS নবায়নের সময় স্বয়ংক্রিয়ভাবেই মাল্টিপল এন্ট্রি ভিসা ইস্যু হয়ে যাবে। এছাড়া সিঙ্গেল এন্ট্রি ভিসা থাকা বাংলাদেশি কর্মীরাও নতুন মাল্টিপল ভিসা ছাড়া মালয়েশিয়া থেকে দেশের যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, “মালয়েশিয়া ১৫টি দেশ থেকে কর্মী নেয়, কিন্তু শুধু বাংলাদেশিদের জন্যই সিঙ্গেল এন্ট্রি ভিসা দেওয়া হতো, যার ফলে অনেক ভোগান্তি পেতেন। মাল্টিপল এন্ট্রি ভিসা চালুর ফলে এই সমস্যার সমাধান হবে এবং প্রবাসীরা স্বস্তিতে থাকবেন।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *