নিজস্ব প্রতিবেদক
যশোর জেলার অভয়নগর উপজেলার ডহরমশিয়াহাটি এলাকায় সংঘর্ষের জেরে অজ্ঞাত দুর্বৃত্তদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
গত ২২ মে ২০২৫ তারিখে সংঘটিত ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ভস্মীভূত হয়। মানবিক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ঘরবাড়ি মেরামত ও পুনঃনির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় আসবাবপত্র সরবরাহের উদ্যোগ গ্রহণ করে।
১২ জুলাই ২০২৫ তারিখে নির্মাণকাজ সম্পন্ন হওয়ার পর আজ ১৫ জুলাই মঙ্গলবার যশোর এরিয়ার এরিয়া কমান্ডার ও ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ঘর ও সরঞ্জামাদি হস্তান্তর করেন।
এই মানবিক উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা পেয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীর এই সহযোগিতাকে দৃষ্টান্তমূলক মানবিক দায়িত্ব পালন হিসেবে বিবেচনা করছেন।
বর্তমানে ডহরমশিয়াহাটি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।