ডিএমপির জুন-২০২৫ মাসিক অপরাধ সভায় শ্রেষ্ঠ হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জুন ২০২৫ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পারফর্মারদের পুরস্কৃত করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

মঙ্গলবার (১৫ জুলাই) সকালে রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় পুলিশ কমিশনার উপস্থিত কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন।

শ্রেষ্ঠ হিসেবে পুরস্কৃত হওয়া বিভাগ ও কর্মকর্তা
🔹 অপরাধ বিভাগ: শ্রেষ্ঠ হয়েছে উত্তরা বিভাগ
🔹 থানা: শ্রেষ্ঠ থানা হয়েছে মোহাম্মদপুর থানা
🔹 সহকারী পুলিশ কমিশনার: শ্রেষ্ঠ হয়েছেন এ কে এম মেহেদী হাসান (মোহাম্মদপুর জোন)
🔹 এসআই (উপ-পরিদর্শক): যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন

  • এসআই ফরহাদ হোসেন (যাত্রাবাড়ী থানা)
  • এসআই মো. বিল্লাল ভূঁইয়া (ভাটারা থানা)
    🔹 এএসআই (সহকারী উপ-পরিদর্শক): যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন
  • এএসআই রকিবুল হাসান (মোহাম্মদপুর থানা)
  • এএসআই মো. আক্তারুজ্জামান মণ্ডল পলাশ (যাত্রাবাড়ী থানা)

গোয়েন্দা বিভাগ (ডিবি)
🔹 শ্রেষ্ঠ বিভাগ: ডিবি-লালবাগ
🔹 শ্রেষ্ঠ টিম লিডার: এনায়েত কবীর সোয়েব, সহকারী পুলিশ কমিশনার, ডিবি-লালবাগ, সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম

ট্রাফিক বিভাগ
🔹 শ্রেষ্ঠ বিভাগ: ট্রাফিক-গুলশান বিভাগ
🔹 শ্রেষ্ঠ সার্জেন্ট (যৌথভাবে):

  • এস এম হাসান মাহমুদ (ওয়ারী ট্রাফিক জোন)
  • দেবপ্রিয় বড়ুয়া (বাড্ডা ট্রাফিক জোন)

সভায় উপস্থিত ছিলেন:
যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন (সঞ্চালনায়), অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মো. শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মাসুদ করিম, ডিএমপির যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারবৃন্দ, থানার অফিসার ইনচার্জ ও অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

ডিএমপি কমিশনার তার বক্তব্যে বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠা অপরিহার্য। শ্রেষ্ঠত্বের এই ধারাবাহিকতা যেন অনুপ্রেরণা হিসেবে কাজ করে, সেটাই আমাদের প্রত্যাশা।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *