কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
সোমবার (১৪ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ। এর আগে রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উলিপুর থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর গ্রামের মৃত মহসিন আলীর ছেলে জাহাঙ্গীর আলম এবং একই উপজেলার কাশিয়াগানি গ্রামের একাব্বর আলীর ছেলে রেজাউল করিম।
সেনা ক্যাম্প সূত্রে জানা গেছে, রংপুর অঞ্চলের ৭২ পদাতিক ব্রিগেডের অধীন ২২ বীর ব্যাটালিয়নের একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। অভিযানে ১২৮ পিস ইয়াবা ট্যাবলেট, ৪ হাজার নগদ টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
কুড়িগ্রাম সেনা ক্যাম্পের মেজর শাহারিয়ার আহাদ জানান, আটক দু’জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনীর মাদক ও চাঁদাবাজ বিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তিনি জানান।