আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের আয়োজনে এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর কাকরাইলের কর্ণফুলী গার্ডেন সিটি কাচ্চি বাই রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানটি কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মোশাররফ হোসেন রাজু।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে আমেরিকা থেকে উদ্বোধনী বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী পরিচালক খন্দকার সাইফুল ইসলাম। এতে সমাজের বিশিষ্ট ব্যক্তি, সাংবাদিক, মানবাধিকার কর্মী, শিল্পী এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক এমপি অধ্যক্ষ নূর আফরোজ বেগম জ্যোতি। সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান মোঃ শামছুল আলম এবং সঞ্চালনায় ছিলেন উদযাপন কমিটির আহ্বায়ক আল আমিন শাওন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

ঢাকা সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসেন, শিল্পী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও চিত্রনায়ক যুবরাজ খান, এফবিজেও চেয়ারম্যান ও দৈনিক একুশে সংবাদ-এর সম্পাদক ড. শাহজাহান মজুমদার, স্বদেশ বিচিত্রা সম্পাদক কবি অশোক ধর, দৈনিক গণজাগরণ-এর সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পাক্ষিক বার্তা প্রবাহ-এর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন কাজী, এছাড়া বক্তব্য রাখেন আসকের উপদেষ্টা মোঃ কামরুজ্জামান আসাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান এ এফ এম রাসেল পাটোয়ারী, ভাইস চেয়ারম্যান নাজরাতুন নাঈম, অতিরিক্ত নির্বাহী পরিচালক মনির হোসেন, অর্থ পরিচালক খন্দকার তারিকুল ইসলাম মিলন, জনসংযোগ পরিচালক মোঃ শাহেদ এবং পরিচালক হাজী মোসলেম হোসেন সরদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:

বগুড়া জেলা পরিচালক শফিকুল ইসলাম, কমিটির সভাপতি মোঃ আল আমিন, সাধারণ সম্পাদক সাজু, চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা মোঃ সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, মেহেরপুর জেলার সাধারণ সম্পাদক দিলারা পারভীন, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সুমন ভট্টাচার্য, আশুলিয়া থানার সভাপতি মোঃ মোশাররফ হোসেন, ঢাকা জেলা সভাপতি উজ্জ্বল খানসহ সোনারগাঁ ও রূপগঞ্জসহ অন্যান্য জেলার নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে মানবিক কর্মকাণ্ডে অবদানের জন্য এম এ মোহিত, মোসাম্মৎ দিলারা পারভীন, মোঃ শাহিন, মোঃ মোশাররফ হোসেন এবং রফিক-উল-আলম-কে ‘মানবিক অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

বক্তারা বলেন, মানবাধিকার ও আইনি সহায়তার ক্ষেত্রে ‘আসক’ ও ‘মানবাধিকার ফাউন্ডেশন’ দীর্ঘদিন ধরে দেশের নিপীড়িত ও প্রান্তিক জনগণের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনের চেয়ারম্যান বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

সভায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, সম্প্রসারণ ও সদস্যদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান শেষে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ এবং প্রীতিভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *