কুড়িগ্রাম প্রতিনিধি
আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও সাবেক সচিব এ এফ এম সোলায়মান চৌধুরীর কুড়িগ্রাম আগমনে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে দলটির জেলা শাখা।
রবিবার (১৩ জুলাই) রাত ৯টার দিকে কুড়িগ্রাম সার্কিট হাউস কক্ষে তাকে সংবর্ধনা প্রদান করেন এবি পার্টি কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক ডা. মো. নজরুল ইসলাম খান ও সদস্য সচিব মো. জাহিদুল ইসলাম জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. রাজু আহমেদ, অর্থ সম্পাদক মো. পনির উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
পরে এক মতবিনিময় সভায় দলের জেলা নেতাদের সঙ্গে মতবিনিময় করেন সোলায়মান চৌধুরী। সভায় তিনি দলের আদর্শ ও কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা দেন এবং নেতাকর্মীদের নিষ্ঠা, সততা ও ত্যাগের রাজনীতিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, “দলীয় রাজনীতির পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই এবি পার্টির মূল লক্ষ্য।” পাশাপাশি তিনি ২০০০-২০০১ সালে কুড়িগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড স্মরণ করেন।
উল্লেখ্য, এ এফ এম সোলায়মান চৌধুরী বর্তমানে আমার বাংলাদেশ পার্টির কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।