কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
সভায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় মাদকের ভয়াবহতা ও প্রতিকার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা, বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মাহবুবুল হক, কুড়িগ্রাম সেনা ক্যাম্পের কমান্ডার মেজর আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক কুদরত-ই-খোদা, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জামায়াতের জেলা সেক্রেটারি নিজাম উদ্দিন, পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, মাদক প্রতিরোধ কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুল আজিজ।
জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন,
“ভারতের তিনটি অঙ্গরাজ্য—পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ের সাথে কুড়িগ্রামের দীর্ঘ সীমান্ত রয়েছে। মোট সীমান্ত দীর্ঘতা প্রায় ২৭৮ দশমিক ২৮ কিলোমিটার। এসব সীমান্ত দিয়ে মাদক প্রবেশের আশঙ্কা থাকায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং প্রশাসন একযোগে কাজ করছে। মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে এবং জেলার সর্বস্তরের মানুষের সচেতনতা ও অংশগ্রহণে কুড়িগ্রামকে মাদকমুক্ত করা হবে ইনশাআল্লাহ।”
তিনি আরও জানান, মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতে সভা, সেমিনার, সমাবেশ ও সামাজিক কার্যক্রম নিয়মিত চলবে।