চট্টগ্রাম বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ড্রাইডক লিমিটেডের দায়িত্ব গ্রহণের পর

চট্টগ্রাম, ১৩ জুলাই ২০২৫:
চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল) এনসিটি (নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল)-এর দায়িত্ব গ্রহণের প্রথম সপ্তাহেই কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে। গত ৭ দিনে (৭ জুলাই থেকে ১৩ জুলাই) প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস (২০ ফুট সমমান কন্টেইনার) বেশি হ্যান্ডলিং হয়েছে, যা একটি ইতিবাচক প্রবণতা নির্দেশ করে।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ৬ জুলাই ২০২৫ তারিখে চট্টগ্রাম বন্দরের সঙ্গে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পরিচালনা চুক্তি শেষ হয়। পরদিন ৭ জুলাই থেকে এনসিটি টার্মিনালের পরিচালনার দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

পরিসংখ্যান অনুযায়ী:

  • সাইফ পাওয়ারটেকের অধীনে (১-৬ জুলাই): দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং ছিল ২,৯৫৬ টিইইউএস।
  • ড্রাইডক লিমিটেডের অধীনে (৭-১২ জুলাই): দৈনিক গড় কন্টেইনার হ্যান্ডলিং বেড়ে দাঁড়ায় ৩,১৮১ টিইইউএস।

এই সাত দিনে ড্রাইডক কর্তৃপক্ষ সফলভাবে ১০টি জাহাজের কন্টেইনার লোডিং ও আনলোডিং সম্পন্ন করেছে। বর্তমানে এনসিটি’র ৪টি জেটিতে একযোগে ৪টি জাহাজে কার্যক্রম চলমান রয়েছে।

বন্দর সংশ্লিষ্টদের মতে, দায়িত্ব হস্তান্তরের পর এত দ্রুত গতির উন্নতি অপারেশনাল সক্ষমতার প্রমাণ এবং দেশীয় প্রতিষ্ঠানের ওপর আস্থা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *