যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবিতে চরবাসীর মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম সদর উপজেলার ঐতিহ্যবাহী যাত্রাপুর নৌকা ঘাটে অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে মানববন্ধন করেছেন চরাঞ্চলের মানুষ।

শনিবার (১২ জুলাই) দুপুরে যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে আয়োজিত এই মানববন্ধনে চরের শত শত মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে বক্তব্য রাখেন যাত্রাপুর হাটের বিশিষ্ট ব্যবসায়ী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (নজরুল আর্মি), যাত্রাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান রহিমুদ্দিন হায়দার রিপন, ৬নং ওয়ার্ড সদস্য আবু রায়হান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি আব্দুস সালামসহ অনেকে।

বক্তারা বলেন, যাত্রাপুর হাটে সপ্তাহে দুই দিন—শনিবার ও মঙ্গলবার—চরের লাখো মানুষ হাট করতে আসেন। এই হাটে নৌকা ঘাট ব্যবহার করতে গিয়ে সাধারণ মানুষ নির্ধারিত খাজনার চেয়েও অতিরিক্ত টাকা দিতে বাধ্য হচ্ছেন। বিশেষ করে কৃষিপণ্য বিক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত খাজনা আদায় করা হচ্ছে, যা চরাঞ্চলের দরিদ্র কৃষকদের জন্য বাড়তি চাপ তৈরি করছে।বক্তারা আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অনিয়ম চললেও কোনো ধরনের প্রশাসনিক নজরদারি নেই। অবিলম্বে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, দাবি আদায় না হলে তারা পরবর্তী সময়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *