কুড়িগ্রাম প্রতিনিধি:
“আমার চোখে জুলাই বিপ্লব”—এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত অংশগ্রহণমূলক আইডিয়া প্রতিযোগিতার জেলা পর্যায়ের মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) কুড়িগ্রাম জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফিরুজুল ইসলাম।
সভায় জানানো হয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে জেলা পর্যায়ে অংশগ্রহণমূলক আইডিয়া আহ্বান করা হয়। গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব ক্লাব, স্কাউট-রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যদের কাছ থেকে মোট ১৬১টি আইডিয়া জমা পড়ে।
মূল্যায়ন সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, “মূল্যায়নের নির্ধারিত মানদণ্ড অনুসারে সেরা আইডিয়াগুলো নির্বাচন করা হবে এবং তা জেলা প্রশাসক মহোদয়ের সঙ্গে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নির্বাচিত আইডিয়াগুলো ভবিষ্যতে বাস্তবায়নেও উদ্যোগ নেওয়া হবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন:
- ড. মো. আনোয়ার হোসেন, অধ্যক্ষ, নাগেশ্বরী সরকারি কলেজ
- এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
- জিনাত সুলতানা, সহকারী কমিশনার
- মো. আব্দুল হাই সিদ্দিকী, সহকারী জেলা শিক্ষা অফিসার
- শ্যামল কুমার দাস, সহকারী পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর
- মো. মিজানুর রহমান, সহকারী প্রকৌশলী, জেলা পরিষদ
আয়োজকরা জানান, এই প্রতিযোগিতার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে গণতান্ত্রিক চেতনা, ইতিহাস চর্চা এবং সামাজিক উদ্যোগ গ্রহণে উৎসাহ সৃষ্টি হবে বলে তাঁরা আশাবাদী।