চট্টগ্রামে চোর ও ছিনতাইকারী চক্রের ৫ সদস্য গ্রেফতার: উদ্ধার ৩৪২টি মোবাইল, ৬টি ল্যাপটপ ও নগদ ২ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম মহানগরীতে মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (পশ্চিম)। অভিযানে ৩৪২টি চুরি ও ছিনতাইকৃত মোবাইল ফোন, ৬টি ল্যাপটপ এবং নগদ দুই লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে।

গত ১০ জুলাই ২০২৫, রাতে সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের এসআই (নি:) মো. রবিউল ইসলাম ও তার নেতৃত্বাধীন টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন নন্দনকানন এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই চক্রের ৫ সদস্যকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো:
১. মো. তানভির হাসনাইন (৩২),
২. মো. সোহেল উদ্দিন (৩২),
৩. মো. রুবেল ওরফে চাকমা রুবেল (৩৬),
৪. মো. মোহাম্মদ হোসাইন (২২),
৫. আবদুল্লাহ আল মামুন (২৭)।

অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালানোর চেষ্টা করে। তবে টিম তাৎক্ষণিকভাবে তাদের গ্রেফতার করে এবং সোহেলের ভাড়া নেওয়া কক্ষ তল্লাশি করে বিপুল পরিমাণ চুরি/ছিনতাইকৃত মালামাল উদ্ধার করে।

উদ্ধারকৃত মালামালের মধ্যে রয়েছে—

  • ৩৪২টি বিভিন্ন মডেলের মোবাইল ফোন (আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ টাকা)
  • ৬টি ল্যাপটপ
  • চোরাই পণ্য বিক্রির নগদ ২,০০,০০০ টাকা

গ্রেফতারকৃতরা স্বীকার করেছে, তারা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা থেকে মোবাইল ও মূল্যবান সামগ্রী চুরি/ছিনতাই করে সেগুলো রোহিঙ্গা ক্যাম্পসহ দেশের বিভিন্ন জেলা, এমনকি মায়ানমার, নেপাল ও ভারতে পাচার করে দেয়।

এদের মধ্যে তানভির হাসনাইন ও সোহেল উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, চুরি ও ছিনতাইসহ মোট ৪টি এবং রুবেল ওরফে চাকমা রুবেলের বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে।

আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং চক্রটির অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছে সিএমপি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *