২০২৫ সালের এসএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের অনন্য সাফল্য

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ১১ জুলাই ২০২৫ (শুক্রবার):২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অসাধারণ সাফল্য অর্জন করেছে।

চলতি বছরে সেনাবাহিনী নিয়ন্ত্রিত ৩৮টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৭,৭৬২ জন এবং ২৬টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ১,৫৩৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। মোট ৬৪টি প্রতিষ্ঠানের ৯,২৯৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ অর্জন করেছে ৬,২০০ জন শিক্ষার্থী। গড় পাসের হার ৯৮.৮৫% এবং জিপিএ-৫ প্রাপ্তির হার ৬৬.৬৭%—যা নিঃসন্দেহে একটি অনন্য কৃতিত্ব।এই ধারাবাহিক সাফল্যের পেছনে মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যমান শৃঙ্খলাপূর্ণ, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ। শিক্ষকদের আন্তরিক পাঠদান, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও নিয়মিত অধ্যয়ন, প্রশাসনিক দক্ষতা এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতা এই সাফল্যকে করেছে আরও দৃঢ় ও গৌরবোজ্জ্বল।বিশেষভাবে প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের দূরদর্শী দিকনির্দেশনা, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের দক্ষ নেতৃত্ব, নিবেদিতপ্রাণ অনুষদ সদস্য ও কর্মচারীদের সম্মিলিত প্রয়াস এ কৃতিত্ব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *