কুড়িগ্রামে কবরস্থানে বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি:

“আমাদের আসল ঠিকানা—কবরস্থান; তাই এর উন্নয়নে অবহেলা নয়” — এই মনোভাবকে সামনে রেখে কুড়িগ্রামের সওদাগর পাড়া এলাকার কবরস্থানে অনুষ্ঠিত হয়েছে ফলজ বৃক্ষরোপণ ও দোয়া মাহফিল।

শুক্রবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে জাতীয় যুব শক্তি, কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এবং ড. আতিক মুজাহিদের পক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় যুব শক্তির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক এম রশিদ আলী, সদস্য সচিব তারিকুজ্জামান তমাল, মুখ্য সংগঠক হাফিজুর রহমান বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসানসহ সংগঠনের জেলা নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় মুসল্লিদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মুফতি নুরুদ্দিন কাসেমী, মো. সাব্বির রহমান, আয়ুব ইসলামসহ আরও অনেকে।বৃক্ষরোপণ শেষে অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া মাহফিল। এ সময় জাতীয় যুব শক্তির আহ্বায়ক এম রশিদ আলী বলেন,

“দেড়যুগ ধরে এই কবরস্থানটি অবহেলিত। এলাকাবাসীর সহযোগিতায় আমরা এর উন্নয়নে উদ্যোগ গ্রহণ করবো, ইনশাআল্লাহ।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *