এসএসসি ২০২৫: ঈর্ষণীয় ফলাফলে উজ্জ্বল বাংলাদেশের ক্যাডেট কলেজসমূহ

নিজস্ব প্রতিবেদক:
২০২৫ সালের এসএসসি পরীক্ষায় বাংলাদেশের ক্যাডেট কলেজগুলো আবারও প্রমাণ করেছে তাদের একাডেমিক শ্রেষ্ঠত্ব। এবারে ১২টি ক্যাডেট কলেজ থেকে অংশ নেওয়া ৫৭৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৫৭১ জন পেয়েছে জিপিএ-৫। শতভাগ পাসের পাশাপাশি জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৯.১৩ শতাংশ—যা দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের তুলনায় অভাবনীয় ও ঈর্ষণীয়।

২০২৪ সালের ফলাফলেও ক্যাডেট কলেজগুলোর জিপিএ-৫ প্রাপ্তির হার ছিল ৯৯.৬৭ শতাংশ। ধারাবাহিক এই সাফল্য দেশের শিক্ষা ব্যবস্থায় ক্যাডেট কলেজের গুরুত্ব এবং শিক্ষার্থীদের মানসিক দৃঢ়তা ও প্রতিশ্রুতির প্রতিফলন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত এই আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেলের তত্ত্বাবধানে চলে। কেবল ভালো ফল নয়, বরং চৌকস, আত্মপ্রত্যয়ী এবং দায়িত্ববান নাগরিক তৈরিই ক্যাডেট কলেজের প্রধান লক্ষ্য।

শুধু পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ না থেকে এখানে সমান গুরুত্ব দেওয়া হয় চরিত্র গঠন ও সহশিক্ষা কার্যক্রমে। নিয়মতান্ত্রিক জীবনযাপন, কঠোর তদারকি, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর একাগ্র প্রচেষ্টা এবং ক্যাডেটদের অধ্যবসায় ও আত্মনিয়োগ—সবকিছু মিলিয়ে এই ফলাফল সম্ভব হয়েছে।

ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সুস্পষ্ট দিকনির্দেশনা, দক্ষ প্রশাসন, এবং সম্মানিত অভিভাবকদের সহযোগিতা এই সফলতা অর্জনের পেছনে বিশেষ ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টরা আশা করছেন, ভবিষ্যতেও দেশের এই সেরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো একই ধারাবাহিকতা ধরে রাখবে এবং আরও অনেক প্রতিভাবান নাগরিক দেশকে উপহার দেবে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *