নিজস্ব প্রতিবেদক
যশোর, ৮ জুলাই ২০২৫:
যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ বোতল ফেনসিডিলসহ মহানন্দ সানা (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তিনি শার্শা উপজেলার পাড়ের কায়বা গ্রামের চন্দ্র সানার ছেলে।
ডিবি সূত্রে জানা যায়, এসআই (নিঃ) শেখ আবু হাসান, এসআই (নিঃ) মোল্যা আব্দুল হাই, এএসআই (নিঃ) সৈয়দ শাহীন ফরহাদ, এএসআই (নিঃ) মোঃ নাজমুল ইসলাম এবং সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৭ জুলাই) বিকেল ২টা ৫ মিনিটে শার্শা থানাধীন গাজীর কায়বা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মহানন্দ সানাকে ৩০ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মহানন্দ সানার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।