ঝালকাঠিতে ভাবির সঙ্গে পরকিয়া, যৌতুক দাবির অভিযোগে গৃহবধূ ঘরছাড়া

মোঃ নাঈম মল্লিক, নলছিটি (ঝালকাঠি), ৭ জুলাই: ঝালকাঠির নলছিটি উপজেলায় এক গৃহবধূ তার স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে পরকীয়া, যৌতুক দাবি ও শারীরিক নির্যাতনের অভিযোগ তুলেছেন। পাঁচ বছর বয়সী সন্তানসহ ওই নারী বর্তমানে বাবার বাড়িতে আশ্রয় নিয়েছেন।

সোমবার (৭ জুলাই) সকালে নলছিটি প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন গোহালকাঠী গ্রামের বাসিন্দা সুমাইয়া আক্তার। তিনি জানান, স্বামী মো. সোহেল হাওলাদার একাধিক পরকীয়ায় জড়িত এবং যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর ঘরছাড়া করেন।সংবাদ সম্মেলনে সুমাইয়া বলেন, “বিয়ের শুরুতে কিছুদিন ভালো থাকলেও পরে আমার স্বামী কাতারপ্রবাসী বড় ভাইয়ের স্ত্রী ও পরে ছোট ভাইয়ের স্ত্রীর সঙ্গেও অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। আমি প্রতিবাদ করলে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয়। এমনকি আমার সন্তানসহ আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।”

তিনি আরও জানান, তার স্বামী ৮ লাখ টাকা যৌতুক দাবি করেন, যার মধ্যে ৩ লাখ টাকা ইতোমধ্যে দিয়েছেন। বাকি টাকা না পেলে তাকে ঘরে তুলবেন না বলেও হুমকি দেন বলে অভিযোগ তার।

সুমাইয়ার দাবি, স্বামী সোহেল তার ভোটার আইডি, সন্তানের জন্মসনদসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র আটকে রেখেছেন এবং তা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় তিনি গত ২৮ এপ্রিল যৌতুক নিরোধ আইনে আদালতে মামলা করেন। পরদিন তার মা ফরিদা বেগম নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক মামলা দায়ের করেন।

সুমাইয়ার মা ফরিদা বেগম বলেন, “আমার মেয়ের ওপর এমন নির্যাতন মেনে নেওয়া যায় না। এখন বিভিন্ন নম্বর থেকে ফোন করে গালিগালাজ ও হুমকি দেওয়া হচ্ছে।”

এ বিষয়ে অভিযুক্ত মো. সোহেল হাওলাদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, “এ পর্যন্ত এ বিষয়ে আদালত থেকে কোনো ওয়ারেন্ট থানায় এসে পৌঁছায়নি। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *