মাহবুব হোসেন মেজর, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের হাকিমপুর উপজেলা পরিষদ চত্বরে আজ দুপুর ২টায় হাকিমপুর উপজেলা বিএনপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে হাকিমপুর উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক মোঃ আকরাম হোসেন মণ্ডল, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি মোঃ ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস. এম. রেজা বিপুলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।