ডিএমপির নিরাপত্তায় রাজধানীতে শান্তিপূর্ণভাবে উল্টো রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রা উদযাপন


নিজস্ব প্রতিবেদক:
রাজধানী ঢাকায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টো রথযাত্রা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কর্তৃক নেওয়া হয়েছিল নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা।

শনিবার (৫ জুলাই ২০২৫) বিকেল ৩টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে পলাশী, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট এলাকা, কদম ফোয়ারা, প্রেস ক্লাব, পল্টন মোড়, বায়তুল মোকাররম উত্তর গেট, দৈনিক বাংলা মোড়, শাপলা চত্বর, ইত্তেফাক মোড়, জয়কালী মন্দির হয়ে স্বামীবাগস্থ ইসকন মন্দিরে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পুরো পথজুড়ে ডিএমপির পক্ষ থেকে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়, ছিল সিসিটিভি নজরদারি ও অন্যান্য আধুনিক নিরাপত্তা ব্যবস্থা। এর ফলে কোনও অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে উৎসবটি উদযাপিত হয়।

গত ২৭ জুন ২০২৫ থেকে শুরু হওয়া রথযাত্রা উৎসব উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আয়োজিত হয় নানা ধর্মীয় অনুষ্ঠান। ঢাকার আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) মন্দিরে ৯ দিনব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।

ঢাকা মহানগরজুড়ে নিরাপত্তা নিশ্চিত করায় ধর্মপ্রাণ ভক্ত ও সনাতন সম্প্রদায়ের মানুষজন ডিএমপিকে ধন্যবাদ জানিয়েছেন।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *