নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ৫ জুলাই ২০২৫:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্টন মডেল থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৪৩টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে।
পল্টন মডেল থানা সূত্রে জানা যায়, গত ০১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত মোবাইল হারিয়ে যাওয়া সংক্রান্ত সাধারণ ডায়েরির ভিত্তিতে দেশব্যাপী অভিযান চালানো হয়। উদ্ধারকাজে মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী এবং পল্টন থানার এএসআই ইকবাল হোসেন সক্রিয় ভূমিকা পালন করেন।
শনিবার (৫ জুলাই) পল্টন মডেল থানার সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী ও থানার ইন্সপেক্টর (তদন্ত)।
থানা সূত্রে আরও জানানো হয়, বিগত কয়েক মাসে ২৫০টির অধিক হারানো মোবাইল ফোনসেট উদ্ধার করে মালিকদের মাঝে ফেরত দিয়েছে পল্টন থানা পুলিশ।
হারানো মোবাইল ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ফোনের মালিকরা। তারা সময়োপযোগী পদক্ষেপ ও আন্তরিক প্রচেষ্টার জন্য পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।