কুড়িগ্রাম প্রতিনিধি | ৪ জুলাই ২০২৫কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটি নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, বিক্ষোভ, মশাল মিছিল এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উপজেলা যুবদলের সদস্য সচিবসহ অন্তত তিনজন নেতাকর্মী আহত হন। এ ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।আহতরা হলেন: চিলমারী উপজেলা যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়া, যুগ্ম আহ্বায়ক মো. আতিক ও ইউনিয়ন যুবদলের সদস্য আব্দুর রহিম। আহতদের মধ্যে রুহুল আমিন জিয়া বর্তমানে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুই নেতাকে কমিটি থেকে অব্যাহতি
ঘটনার পরপরই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিলমারী উপজেলা বিএনপির নবঘোষিত আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মো. আবু সাঈদ হোসেন পাখী এবং সদস্য আব্দুল মতিন শিরিনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।জেলা বিএনপির আহ্বায়ক মো. মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, “দলের আনুগত্য না মানা, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকা এবং যুবদলের সদস্য সচিব রুহুল আমিন জিয়াকে মারাত্মক জখম করাসহ দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।”
বিতর্কিত সিদ্ধান্ত দাবি পাখীরঅব্যাহতি পাওয়া মো. আবু সাঈদ হোসেন পাখী এ সিদ্ধান্তকে “মনগড়া ও পরিকল্পিত” উল্লেখ করে বলেন,
“আমাদের নাম মনগড়াভাবে তালিকায় ঢুকিয়ে, আবার একইভাবে বহিষ্কার করা হয়েছে। দলীয়ভাবে কাউকে অব্যাহতি দেওয়ার প্রক্রিয়া রয়েছে, এখানে তা মানা হয়নি।”
বিক্ষোভ, মশাল মিছিল ও সংঘর্ষগত ৩ জুলাই সকালেই জেলা বিএনপির পক্ষ থেকে আব্দুল বারি সরকারকে আহ্বায়ক এবং আবু হানিফাকে সদস্য সচিব করে ৩০ সদস্যের চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
তবে এই কমিটি বাতিলের দাবিতে একই দিন দুপুরে বিএনপির একাংশ বিক্ষোভ মিছিল বের করে। রাতে তারা মশাল মিছিলও করে। মিছিলের পরপরই সদস্য সচিব রুহুল আমিন জিয়ার ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে।
থানায় অভিযোগ, তদন্তের আশ্বাসএ ঘটনায় রুহুল আমিন জিয়া চিলমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিয়ার রহমান জানান, “অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”