মাহবুব হোসেন মেজর
দিনাজপুর, ৮ জুলাই ২০২৫:
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বাগপুর গ্রামে জমি দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘটিত সন্ত্রাসী হামলায় মো. জুয়েল ইসলাম (৩৫) নামে এক কৃষক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, আহত জুয়েল ইসলাম বাগপুর গ্রামের বাসিন্দা মজিবর রহমানের ছেলে। পারিবারিকভাবে মালিকানাধীন জমিতে কাজ করার সময় সমাজ উদ্দীন, রফিকুল, জিয়াউরসহ ১০-১২ জনের একটি সংঘবদ্ধ সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জমিটি দখলের পাঁয়তারা অনেক দিন ধরেই চলছিল। ঘটনার দিন জমির মালিকানা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলাকারীরা পূর্বপরিকল্পিতভাবে দাঙ্গা সৃষ্টির উদ্দেশ্যে জুয়েল ইসলামের ওপর আক্রমণ চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে গুরুতর জখম করে।
এ ঘটনায় আহত জুয়েল ইসলাম বাদী হয়ে চিরিরবন্দর থানায় সমাজ উদ্দীন, রফিকুল, জিয়াউর, রুবেল, বেলাল, আল-আমিন, অশিদুল, আব্দুল লতিফ, খয়রাত, আব্দুর আজিজ, রহিমসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি প্রাথমিক তদন্তাধীন রয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।