নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): পবিত্র আশুরা উপলক্ষে ঢাকায় শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলসহ অন্যান্য ধর্মীয় কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সুসংহত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মোঃ সরওয়ার, বিপিএম-সেবা।
বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়ায় নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আগামী ৬ জুলাই ২০২৫, ১০ মহররম উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে আশুরা পালিত হবে। সেই লক্ষ্যে আমরা প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছি।”
তিনি জানান, ২৭ জুন থেকে ৬ জুলাই পর্যন্ত শিয়া সম্প্রদায়ের পাশাপাশি অনেক সুন্নি মুসল্লিরাও আশুরা উপলক্ষে শোক পালনে অংশ নেবেন। হোসেনি দালান, বড় কাটরা, মোহাম্মদপুর বিহারী ক্যাম্প, শিয়া মসজিদ, বিবিকা রওজা, মিরপুর পল্লবীসহ আশুরা পালনের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সিসি ক্যামেরা, স্পেশাল ইউনিট প্রস্তুত
ডিএমপি জানায়, ইমামবাড়াসমূহকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ডিএমপির বিশেষায়িত ইউনিটগুলো প্রস্তুত থাকবে।
তাজিয়া মিছিলের রুট ও বিকল্প সড়কের অনুরোধ
আশুরার দিন ৬ জুলাই সকাল ১০টায় হোসেনি দালান ১নং গেট থেকে তাজিয়া মিছিল শুরু হয়ে বকশি বাজার, লালবাগ চৌরাস্তা, আজিমপুর, নীলক্ষেত, সাইন্সল্যাব, ধানমন্ডি, বিজিবি ৪নং গেট হয়ে ধানমন্ডি লেক কারবালায় গিয়ে শেষ হবে। এ সময়ে যানজট এড়াতে নাগরিকদের বিকল্প রুট ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।
একই দিনে উল্টো রথযাত্রাও
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস. এন. মোঃ নজরুল ইসলাম জানান, ১০ মহররমের ঐতিহাসিক তাৎপর্যের পাশাপাশি একই দিনে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রাও অনুষ্ঠিত হবে। তাই ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সকলকে পুলিশি নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়।
ব্রিফিংয়ে শিয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।