কুমিল্লায় যৌথ অভিযানে অবৈধ অস্ত্রসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা, ৪ জুলাই ২০২৫ (শুক্রবার): কুমিল্লা সদর উপজেলার নাজির মসজিদ রোড, চানপুর এলাকায় আজ ভোর ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে একজন অস্ত্রধারীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম খোকন মিয়া। অভিযানে তাঁর কাছ থেকে একটি ৭.৬৫ মিঃমিঃ পিস্তল এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী জানায়, তারা সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং অপরাধ দমনে নিয়মিতভাবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ে অভিযান পরিচালনা করছে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেকোনো সন্দেহজনক বা অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে স্থানীয় সেনা ক্যাম্প অথবা সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *