এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জামায়াত নেতাদের শুভেচ্ছা প্রদান

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার): দেশের অন্যতম জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। এ উপলক্ষে রাজধানীর কারওয়ান বাজারে এনটিভির প্রধান কার্যালয়ে শুভেচ্ছা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

এ সময় তাঁর সঙ্গে ছিলেন মহানগরী উত্তরের কর্ম পরিষদ সদস্য এবং তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইঞ্জিনিয়ার নোমান আহমদী। তাঁরা এনটিভির চেয়ারম্যানের হাতে ফুল তুলে দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।

এনটিভি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *