নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বৃহস্পতিবার):
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। গত ২৬ জুন থেকে ৩ জুলাই ২০২৫ পর্যন্ত চলমান এক সপ্তাহব্যাপী অভিযানে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ৩৮০ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে।
এই সময়ের মধ্যে সেনাবাহিনীর পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডসমূহের অধীন ইউনিটগুলো অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একাধিক অভিযান পরিচালনা করে। অভিযানে চিহ্নিত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী, চোরাকারবারি, কিশোর গ্যাং সদস্য, চাঁদাবাজ, ডাকাত, ভেজাল ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী ও মাদকাসক্তসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে:
- ১৩টি অবৈধ আগ্নেয়াস্ত্র
- ৪৭ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ
- ১৫টি ককটেল বোমা ও গান পাউডার
- বিপুল পরিমাণ মাদক
- দেশীয় অস্ত্র
- চোরাই মালামাল, মোবাইল ফোন ও নগদ অর্থ
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়া সেনাবাহিনী শুধুমাত্র সন্ত্রাস দমনেই নয়, জনকল্যাণমূলক কাজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছে। রথযাত্রা উৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা, অসহায় মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বাজার মনিটরিংয়ের মতো কার্যক্রমেও সক্রিয় ভূমিকা রাখছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে সাধারণ জনগণকে সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।