পার্বত্য চট্টগ্রামের একশ স্কুলে ই-লার্নিং চালুর নির্দেশ প্রধান উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২ জুলাই ২০২৫:
চলতি বছরের মধ্যেই পার্বত্য চট্টগ্রামের অন্তত একশটি স্কুলে ই-লার্নিং কার্যক্রম শুরু করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কর্মকর্তারা বৈঠকে জানান, পার্বত্য এলাকার ই-লার্নিং চালুর পথে বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ ও দক্ষ শিক্ষকের ঘাটতি প্রধান চ্যালেঞ্জ। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ, মোবাইল নেটওয়ার্ক ও স্টারলিংক ইন্টারনেট ব্যবহার এবং চুক্তিভিত্তিক শিক্ষক নিয়োগের নির্দেশনা দেন।

প্রধান উপদেষ্টা বলেন,

“পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকাগুলোর জন্য একশটি স্কুল চিহ্নিত করে দ্রুত ক্লাস চালু করতে হবে। কোন স্কুলে কী ঘাটতি রয়েছে, তা তালিকাভুক্ত করে এখনই বাস্তবায়ন শুরু করতে হবে। চলতি বছরের মধ্যেই শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল ক্লাস চালু করতে হবে।”

তিনি আরও বলেন,

“যেসব দক্ষ শিক্ষকরা শহরের নামকরা শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ান, তারাই ভার্চুয়ালি গণিত, বিজ্ঞান ও ইংরেজি পাঠদানে যুক্ত হবেন। এতে পার্বত্য এলাকার শিক্ষার্থীরাও পিছিয়ে পড়বে না। মানসম্মত শিক্ষক ও প্রযুক্তির সহায়তায় এ অঞ্চল থেকেও মেধাবী শিক্ষার্থী উঠে আসবে।”

বৈঠকে পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পার্বত্য অঞ্চলে জীবনমান উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে অবহিত করলে প্রধান উপদেষ্টা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সমূহের সঙ্গে সমন্বয় করে যথাযথ পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে, এটি হবে পার্বত্য চট্টগ্রামের শিক্ষা খাতে একটি যুগান্তকারী অগ্রগতি।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *