বরিশালে আইজিপির আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা ও অক্সিজেন ব্যাংক উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক। বরিশাল, ২ জুলাই ২০২৫:
বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) জনাব বাহারুল আলম, বিপিএম, আজ বরিশাল সফরে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। তিনি বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে করোনাভাইরাস সংক্রমণের প্রস্তুতির অংশ হিসেবে “অক্সিজেন ব্যাংক” উদ্বোধন করেন।

পরবর্তীতে তিনি বরিশাল পুলিশ লাইন্সে “গ্রাটিটিউট হল”-এ আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় বরিশাল রেঞ্জের সকল পুলিশ ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সকল পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আইজিপি তার বক্তব্যে বরিশাল রেঞ্জাধীন সকল ইউনিটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, জনবান্ধব আচরণ এবং অপরাধ দমনে নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব মো. মনজুর মোর্শেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার জনাব মো. শফিকুল ইসলাম, বরিশাল জেলার পুলিশ সুপার জনাব শরিফ উদ্দিনসহ রেঞ্জের অধীনস্থ অন্যান্য জেলার পুলিশ সুপার ও কর্মকর্তাবৃন্দ।

এর আগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে একটি বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত পুলিশ সদস্যরা তাদের অপারেশনাল ও প্রশাসনিক বিভিন্ন সমস্যা ও মতামত আইজিপি মহোদয়ের সামনে তুলে ধরেন। আইজিপি মহোদয় ধৈর্য সহকারে সকল বক্তব্য শোনেন এবং কিছু বিষয়ে তাৎক্ষণিক নির্দেশনা দেন। বাকি বিষয়গুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন তিনি।

সভা শেষে আইজিপি বরিশাল রেঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পুলিশ সদস্যদের মানবিকতা, নিষ্ঠা ও সেবার মান আরও বাড়ানোর আহ্বান জানান।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *