তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠায় রাজনৈতিক দলগুলোর ঐকমত্য: অধ্যাপক আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২ জুলাই ২০২৫:
বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে একমত বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো ও এখতিয়ার নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলো অনেকটাই কাছাকাছি এসেছে।”

মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনায় তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ নিয়েও মতবিনিময় হয়। অধ্যাপক রীয়াজ জানান, “এ বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং আশু ও দীর্ঘমেয়াদি ব্যবস্থার বিষয়ে ঐকমত্য হয়েছে।”

আশু ব্যবস্থার মধ্যে রয়েছে:

  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশনের সহায়তায় দক্ষ ব্যক্তিদের নিয়ে একটি বিশেষায়িত কমিটি গঠন।
  • প্রয়োজনবোধে আগের কমিটিতে প্রয়োজনীয় পরিবর্তন সাধন।

দীর্ঘমেয়াদি ব্যবস্থার অংশ হিসেবে প্রস্তাব করা হয়েছে:

  • সংবিধানের ১১৯ অনুচ্ছেদে সংশোধন এনে প্রতি আদমশুমারি বা ১০ বছর অন্তর সংসদীয় আসনের সীমানা নির্ধারণের জন্য আইনের মাধ্যমে একটি স্থায়ী বিশেষ কমিটি গঠন।

উল্লেখ্য, বর্তমান সীমানা নির্ধারণ আইন ২০২১ যা ২০২৫ সালে সংশোধিত হয়েছে, তার ৮(৩) ধারা অনুযায়ী এ কমিটির কাঠামো ও দায়িত্ব নির্ধারণ করা হবে।

এদিনের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবি পার্টিসহ মোট ৩০টি রাজনৈতিক দল।

আগামীকাল (৩ জুলাই) সকাল ১০টা ৩০ মিনিটে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর আবারও আলোচনা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

জাতীয় ঐকমত্য কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *