নিজস্ব প্রতিবেদক
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গোয়েন্দা শাখা ও টঙ্গী পূর্ব থানা পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ জাল টাকাসহ একজন এবং অস্ত্র ও গুলিসহ আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২ জুলাই ২০২৫ খ্রিঃ মঙ্গলবার দুপুর ৩টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খানের দিক-নির্দেশনায়, মহানগর গোয়েন্দা (উত্তর) শাখা এবং টঙ্গী পূর্ব থানার দুটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান পরিচালনা করে।
প্রথম অভিযানে, জিএমপির গোয়েন্দা (উত্তর) বিভাগের একটি টিম বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় রহমান শপিং মলের সামনে অভিযান চালিয়ে ফুটপাত থেকে ২,৯৮,২০০ টাকা মূল্যের বিভিন্ন মূল্যমানের জাল নোটসহ একজনকে গ্রেফতার করে।
অন্যদিকে, টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানীরটেক মোড়ে বিশেষ চেকপোস্ট পরিচালনাকালে পুলিশের একটি দল একটি বিদেশি রিভলবার, ছয় রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেলসহ একজন অস্ত্রধারী আসামিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাসন থানা এবং টঙ্গী পূর্ব থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) সহ জিএমপির বিভিন্ন কর্মকর্তাবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এই ধারাবাহিক অভিযানে মাদক, অস্ত্র ও জাল টাকার মতো অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে বলে মত প্রকাশ করেন কর্মকর্তারা।