নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক যুব সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল–এর অধীনস্থ ডিস্ট্রিক্ট ৩১৫বি৩, বাংলাদেশে লিও ক্লাব অব ঢাকা ক্রিসেন্ট ২০২৫–২৬ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৯ জুন) রাতে আয়োজিত এক সভায় ক্লাবের উপদেষ্টা লায়ন মো. হারুনুর রশিদ (PDG)-এর পক্ষে লায়ন তৌহিদুর রহমান বিশ্বাস এবং বিদায়ী সভাপতি লিও মো. রাশিদুল ইসলামের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে কমিটির অনুমোদন দেওয়া হয়।

১ জুলাই ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়, যা পরবর্তীতে ক্লাবের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কিশোরগঞ্জ জেলার যুব সংগঠক লিও মো. ফরহাদ আহামেদ। দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় তিনি বলেন, “এই দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি চেষ্টা করব ক্লাবের মূল্যবোধ এবং লায়ন্স ইন্টারন্যাশনালের আদর্শকে ধারণ করে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে।”
২০২৫–২৬ সেশনে ক্লাবের কার্যক্রমের মধ্যে থাকবে নেতৃত্ব বিকাশ, সামাজিক সেবা কার্যক্রম ও আন্তর্জাতিক লিও নেটওয়ার্কের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধির উদ্যোগ।
বিদায়ী সভাপতি লিও মো. রাশিদুল ইসলাম এক আবেগঘন বার্তায় বলেন, “২০০৪ সালে প্রতিষ্ঠিত ক্লাবটি পরিচালনার সুযোগ আমার জীবনের অন্যতম গর্বের অধ্যায়। আমি আশা করি নতুন নেতৃত্ব ক্লাবের আদর্শ ও সেবার ধারাবাহিকতা বজায় রাখবে।”
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—
- উপদেষ্টা লায়ন মোঃ হারুনুর রশিদ (PDG)
- ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট হিসেবে থাকছেন লিও মোঃ রাশিদুল ইসলাম
- প্রথম সহ-সভাপতি: লিও মো. রাসেদুজ্জামান
- দ্বিতীয় সহ-সভাপতি: লিও মো. সাজেদুল ইসলাম
- সাধারণ সম্পাদক (সেক্রেটারি): লিও নোমান বিন হোসেন
- ট্রেজারার লিও জুবায়ের বিন ওয়াহিদ
- কোষাধ্যক্ষ (ট্রেজারার): লিও জুবায়ের বিন ওয়াহিদ
- লিও মুস্তাকিম খানকে মেম্বারশিপ চেয়ারপারসন
- লিও মুনজিরেনা হক যুগ্ম সেক্রেটারি
নতুন এই কমিটি আগামী এক বছর লায়ন্স ইন্টারন্যাশনাল–এর নীতি ও লক্ষ্যকে সামনে রেখে ক্লাবের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে।