নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানে তরুণদের অবদান স্মরণে জাতীয় বিশ্ববিদ্যালয় “জুলাই শহীদ স্মৃতি বৃত্তি” চালু করেছে। মঙ্গলবার (১ জুলাই) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিন শিক্ষার্থীর হাতে এই বৃত্তির চেক হস্তান্তর করা হয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার, ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানউল্লাহ, প্রো-ভাইস চ্যান্সেলর ড. লুৎফর রহমান এবং ট্রেজারার ড. এ টি এম জাফরুল আযম।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন—সিদ্ধেশ্বরী গার্লস কলেজের হাবীবা আক্তার, তেজগাঁও কলেজের এস এম আবু তালেব এবং ঢাকা কমার্স কলেজের খন্দকার মাহমুদুল হাসান।
বিশ্ববিদ্যালয় জানায়, এই বৃত্তি স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত বিশেষ চাহিদাসম্পন্ন, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের এককালীন সহায়তা হিসেবে প্রদান করা হবে। ২০২৫ সালে ৭২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের ২,০৪০ জন শিক্ষার্থী এই বৃত্তি পাচ্ছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত ঐতিহাসিক গণঅভ্যুত্থানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩২ জন শিক্ষার্থী শহীদ হন। সেই স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃত্তি কার্যক্রমের সূচনা করা হলো।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। তিনি বলেন, “জুলাই অভ্যুত্থান দেশের গণতান্ত্রিক চেতনায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। শিক্ষার মাধ্যমে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় এই সরকার প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে রাষ্ট্রীয় নিপীড়নের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এখন সময় এসেছে সেই ভুল ইতিহাসের প্রতিকার করে এক নতুন, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের। আর এই পরিবর্তনের মূল চালিকাশক্তি হবে শিক্ষা।”
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এই বৃত্তি প্রতি বছর প্রদান করা হবে এবং শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও সামাজিক দায়বদ্ধতা তৈরি করবে।