নিজস্ব প্রতিবেদক
খুলনা মহানগরীতে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) হরিণটানা থানা পুলিশ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। অভিযানে তার হেফাজত থেকে ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই ২০২৫) বেলা ১টা ১০ মিনিটে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত ব্যক্তির নাম ওমর ফারুক (২৪), পিতা: মশিয়ার, সাং: ৩ নং ওয়ার্ড, কুলিয়া, থানা: দেবহাটা, জেলা: সাতক্ষীরা।
হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং সিডিএমএস ও থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে অতীত কোনো মামলা রয়েছে কি না তা যাচাই করা হচ্ছে।
পুলিশ আরও জানিয়েছে, জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে জড়িত অন্যান্য ব্যক্তিবর্গ, অর্থ লগ্নিকারী এবং পেছনের গডফাদারদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ মাদক নির্মূলে কঠোর অবস্থান গ্রহণ করেছে এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।