কুড়িগ্রামের চিলমারী তেল ডিপো রক্ষায় শ্রমিকদের মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি, ৩০ জুন ২০২৫:

চিলমারী নদী বন্দরের ভাসমান তেল ডিপো রক্ষায় এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন। সোমবার সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শ্রমিক অংশগ্রহণ করেন।মানববন্ধনে সভাপতিত্ব করেন রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলী। বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম সাবু, সহ-সভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক রিয়াজুল হক এবং সদস্য মকবুল হোসেন।

বক্তারা বলেন, চিলমারীর ভাসমান তেল ডিপো ঘিরে দীর্ঘদিন ধরে পরিকল্পিত ষড়যন্ত্র চলছে, যা ডিপোর কার্যক্রম ব্যাহত করছে। এতে করে শ্রমিকদের জীবিকা হুমকির মুখে পড়েছে।

তাদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে:

১. চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে সকল ষড়যন্ত্র বন্ধ করা

২. দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ

৩. বার্জগুলো নদীর নিরাপদ পশ্চিম তীরে সরিয়ে নেওয়া

৪. উন্নত ট্যাংকলরি ব্যবস্থার মাধ্যমে তেল মজুদ ও পরিবহন চালু করা

৫. অস্থায়ী ডিপোকে স্থায়ী স্থল ও জলপথ সমন্বিত ডিপোতে রূপান্তর করাবক্তারা আরও জানান, আগামী ২১ জুলাইয়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সকল জেলায় লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *