কুড়িগ্রামে মাদক প্রতিরোধ কমিটি গঠিত: জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়

কুড়িগ্রাম প্রতিনিধি:
মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে রক্ষায় এবং জেলাকে মাদকমুক্ত ঘোষণার লক্ষ্যে কুড়িগ্রামে গঠিত হলো মাদক প্রতিরোধ কমিটি। “মাদককে না বলুন” এই স্লোগানকে সামনে রেখে শনিবার ২৮ জুন সকালে শহরের নাজিরা নতুন শহরস্থ অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন শিক্ষাবিদ ও সাংবাদিক শফিকুল ইসলাম বেবু। সভায় মাদকের ভয়াবহতা, সামাজিক বিপর্যয় এবং প্রতিরোধে করণীয় বিষয়ে বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ ইউনুছ আলী, অধ্যক্ষ শাহ আলম, সহকারী অধ্যাপক মোঃ ফজলুল হক, সাংবাদিক এস এম আশরাফুল হক রুবেল, সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী গঠিত ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটির নেতৃত্বে আছেন:

  • আহ্বায়ক: শফিকুল ইসলাম বেবু
  • যুগ্ম আহ্বায়ক: মোঃ ইউনুস আলী, আশরাফুল হক রুবেল, সাইয়েদ আহমেদ বাবু, গোলাম মোস্তফা, দেওয়ান এনামুল হক, শাহ্ আলম, বাসেত সরকার বিপ্লব
  • সদস্য সচিব: সহকারী অধ্যাপক আতিকুর রহমান সুজন

সভায় সিদ্ধান্ত হয়, ভবিষ্যতে জেলার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে কমিটিকে আরও সম্প্রসারণ করা হবে এবং কার্যক্রম আরও জোরদার করা হবে।

উল্লেখ্য, এই কমিটির লক্ষ্য শুধু জনসচেতনতা নয়, পাশাপাশি মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং প্রশাসনের সাথে সমন্বয় করে কার্যকর ভূমিকা পালন করা।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *