নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “দেশের সকল ধর্মের মানুষ নিঃসংকোচে ও নির্ভয়ে ধর্মীয় অনুষ্ঠান পালন করবে—এটাই সরকারের অঙ্গীকার।”
তিনি বলেন, “আগের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। জনগণের সহযোগিতা অব্যাহত থাকলে এটি আরও সন্তোষজনক পর্যায়ে পৌঁছাবে।”
আজ শুক্রবার (২১ জুন) ঢাকার ধামরাইয়ে ঐতিহ্যবাহী ‘ধামরাই রথযাত্রা উৎসব’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোমাধব মন্দির পরিচালনা কমিটির আয়োজনে শুরু হওয়া আট দিনের এই রথযাত্রার উদ্বোধন করেন তিনি।
উপদেষ্টা বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকার একটি বৈষম্যহীন, মানবিক ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে সংস্কারের মাধ্যমে কাজ চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিনের অনিয়ম দূর করে দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের অন্যতম লক্ষ্য।”
অনুষ্ঠানে তিনি মহান মুক্তিযুদ্ধের শহীদ এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। পাশাপাশি আন্দোলনে আহত ও পঙ্গুত্ববরণকারীদের প্রতি সহানুভূতি ও কৃতজ্ঞতা জানান।
তিনি আরও বলেন, “তাদের আত্মত্যাগে আজ আমাদের সামনে একটি বৈষম্যহীন, সাম্যের সমাজ নির্মাণের পথ উন্মোচিত হয়েছে। এই পরিবর্তনের জন্য সবাইকে ধৈর্য ধারণ করে সরকারকে সহযোগিতা করতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাস। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।
উল্লেখ্য, ধামরাইয়ের এই রথযাত্রা দীর্ঘকাল ধরে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে। এ উৎসব শান্তিপূর্ণভাবে পালনে স্থানীয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে।