মো. সিয়াম | ঢাকা আলিয়া প্রতিনিধি
আধিপত্যবাদবিরোধী সাংস্কৃতিক সংগঠন ‘তরুণ’ নতুন নেতৃত্বে যাত্রা শুরু করেছে। ২০২৪ সালের ২৭ জুন রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকায় আনুষ্ঠানিকভাবে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়।
‘তরুণ’-এর মূল দর্শন—”নৈতিক মূল্যবোধসম্পন্ন, রাজনীতি সচেতন ও মানবিক নাগরিক গড়ে তোলা”—এই চেতনাকে সামনে রেখেই গঠিত হয়েছে নবীন নেতৃত্ব। সংগঠনটির প্রেরণাদায়ী স্লোগান: “এসো বিকশিত হই, সত্যের আলোয়”, যা তাদের মানবিক ও সাংস্কৃতিক অভিযাত্রার দিকনির্দেশনা দেয়।
নতুন কমিটির তালিকা যৌথভাবে ঘোষণা করেন তরুণের পরিচালক এস. এম. মারিয়া ও নির্বাহী পরিচালক ফাহিম ফারুকী।
নতুন কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
- আহ্বায়ক: তাশফিকুল ইসলাম
- সদস্য সচিব: মিফতাহুজ্জামান
- যুগ্ম সদস্য সচিব: শিহাব মাহমুদ
- প্রচার সম্পাদক: মাছুম বিল্লাহ
- সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: মো. আশরাফুজ্জামান
- শিক্ষা কার্যক্রম সম্পাদক: আশিকুর রহমান
- ইভেন্ট সমন্বয়ক: মেহেদী হাসান
- সংগঠক: তানভির ইসলাম
সদস্যবৃন্দ:
শাহিন আলম, আবুল ফারা, আহমেদ আশকারী, মাহের আল জিহাদ, সাব্বির আহমেদ, জুবায়ের ইসলাম নাহিদ, ইশতিয়াক আইমান এবং মো. ইশফাকুর রহমান।
আহ্বায়ক তাশফিকুল ইসলাম বলেন,
“আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলতে চাই যারা শুধু পরীক্ষায় ভালো করবে না, বরং সত্য, মানবতা ও মূল্যবোধের চর্চায় সমাজকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ হচ্ছে সেই মঞ্চ, যেখানে নতুন চিন্তা, বিকাশমান মানবিকতা এবং প্রতিরোধী সংস্কৃতি হাতে-কলমে গড়ে ওঠে।”
সদস্য সচিব মিফতাহুজ্জামান বলেন,
“তরুণ কোনো সাধারণ সংগঠন নয়। এটি এক চেতনার নাম—যেখানে আমরা আধিপত্যবাদ, বৈষম্য ও অমানবিকতার বিরুদ্ধে শিল্প-সাহিত্য ও চিন্তাশক্তির মাধ্যমে লড়াই করি। এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত এবং প্রতিশ্রুতিবদ্ধ।”
‘তরুণ’ দীর্ঘদিন ধরে মাদ্রাসাভিত্তিক শিক্ষার্থীদের মাঝে সাংস্কৃতিক বিকাশ, মূল্যবোধ চর্চা এবং সমাজভাবনা তৈরির লক্ষ্যে কাজ করে আসছে। নতুন নেতৃত্বের হাত ধরে সংগঠনটি আরও গতিশীল ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।