নিজস্ব প্রতিবেদক:- রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি মামলায় প্রহসনের নির্বাচন পরিচালনার অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ শুক্রবার (২১ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) মো. শামসুজ্জোহা সরকার নূরুল হুদাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানির জন্য বিকেল ২টা ৩০ মিনিটের দিকে তাঁকে আদালতে হাজির করা হয়।
এর আগে গত সোমবার (১৭ জুন) এই মামলাতেই চার দিনের প্রথম রিমান্ডে পাঠানো হয় সাবেক সিইসি নূরুল হুদাকে।
জানা যায়, গত রোববার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীতে একদল উত্তেজিত জনতা নূরুল হুদাকে ঘিরে ফেলেন এবং পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেন। এরপর পুলিশ জানায়, বিএনপির দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাটি করেছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। মামলায় মোট ২৪ জনের নাম উল্লেখ করা হয়। এতে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে তৎকালীন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কে এম নূরুল হুদা এবং ২০২৪ সালের নির্বাচনে তৎকালীন সিইসি কাজী হাবিবুল আউয়ালকে প্রধান আসামি করা হয়।
এই মামলার সূত্র ধরেই গত বুধবার (১৯ জুন) সিইসি হাবিবুল আউয়ালকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার আদালত তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় অভিযোগ করা হয়, দিনের ভোট রাতে করা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন বানচাল এবং ভোটারদের ভোটাধিকার হরণে ইচ্ছাকৃতভাবে ভূমিকা পালন করেছেন এই সাবেক নির্বাচন কমিশনাররা।