নিজস্ব প্রতিবেদক। 📍 ঢাকা, ২৫ জুন ২০২৫: রাজধানীর শান্তিনগরে বিশেষ অভিযান চালিয়ে ১৮ রাউন্ড অবৈধ গুলি, একটি রিভলবারের গুলির খোসা ও একটি চোরাই প্রাইভেট কার উদ্ধার করেছে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ। এসময় ফারুক আহম্মেদ খান (৬৩) নামে একজনকে গ্রেফতার করা হয়।
বুধবার রাত ৮টা ২৫ মিনিটে পল্টন থানাধীন শান্তিনগরের প্যারাডাইস গিয়াস কুঞ্জ-২ এর একটি পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিবি সূত্র জানায়, মিরপুর মডেল থানায় দায়ের করা একটি গাড়ি চুরির মামলার এজাহারনামীয় আসামি ফারুক আহম্মেদ খানকে প্রথমে চোরাই গাড়িসহ গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসায় অভিযান চালিয়ে একটি রিভলবারের ১২ রাউন্ড তাজা গুলি, .২২ বোরের ছয় রাউন্ড তাজা গুলি, রিভলবারের একটি গুলির খোসা এবং একটি টয়োটা প্রাইভেট কার উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ফারুক আহম্মেদ জব্দকৃত গুলি ও অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোনো সন্তোষজনক তথ্য দিতে পারেননি বলে জানিয়েছে ডিবি। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।