সহজ শর্তে বিদেশি ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার নামে ২ কোটি টাকার প্রতারণা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৬ জুন ২০২৫: সহজ শর্তে বিদেশি ব্যাংক থেকে লোন করিয়ে দেওয়ার প্রলোভনে ২ কোটি ৬ লাখ টাকা আত্মসাৎ করেছে এমন প্রতারকচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। গ্রেফতারকৃতরা হলেন–

মোঃ সফিকুল ইসলাম (৪২) ও ডঃ সিপার আহমেদ।

ভুক্তভোগী দিনাজপুরের ব্যবসায়ী মোঃ নুর আমিন শাহের দায়েরকৃত মামলার প্রেক্ষিতে ১৯ জুন ২০২৫ তারিখে রাজধানীর পল্লবী ও বনানী এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, প্রতারকরা ব্যবসায়ীকে ‘বিনা ডকুমেন্টে ও মাত্র ৫% সুদে ৫০ কোটি টাকার লোন’ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখায়। একাধিক ধাপে নগদ, ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে তারা ভুক্তভোগীর কাছ থেকে মোট ২ কোটি ৬ লাখ টাকা হাতিয়ে নেয়। বিশ্বাস অর্জনের কৌশলে তারা ভুয়া চুক্তিপত্র ও চেক প্রদান করেছিল।

গ্রেফতারের সময় প্রতারণায় ব্যবহৃত ৪টি মোবাইল, ১টি প্রাইভেট কার, ১৩টি চেক, ৬টি ভুয়া চুক্তিপত্র ও ভয়েস রেকর্ডসহ একাধিক আলামত উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত সফিকুল ইসলাম আদালতে ১৬৪ ধারায় দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার তদন্ত চলছে এবং পিবিআই বলছে, প্রতারণা চক্রে আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *