কুড়িগ্রাম প্রতিনিধি:
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি মাদকবিরোধী র্যালি বের হয়। পরে জেলা প্রশাসন মিলনায়তনে (স্বপ্নকুঁড়ি) আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নুসরাত সুলতানা বলেন, “কুড়িগ্রামকে যদি মাদকমুক্ত করা না যায়, তাহলে একটি সুন্দর সমাজ গঠন অসম্ভব। মাদক থেকে তরুণদের রক্ষা করতে হলে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে একযোগে কাজ করতে হবে।” তিনি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসমূহকে নিয়মিতভাবে মাদকবিরোধী সচেতনতামূলক সভা-সমাবেশের আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম কুদরাত-এ-খুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি প্রতিনিধি, পুলিশ প্রতিনিধি, সিভিল সার্জন এবং কুড়িগ্রাম জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু।
আলোচনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও মাদকবিরোধী প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, গত ছয় মাসে কুড়িগ্রামে ইয়াবা, স্কাফ, হেরোইন, গাঁজা ও ফেনসিডিলসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এই সময়কালে মোট ১৬৭টি মামলায় ১৮২ জনকে গ্রেফতার করা হয়।
জেলা বিএনপির শফিকুল ইসলাম বেবু বলেন, “মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। রাজনৈতিক মতভেদ ভুলে সব দল একমত যে, যেকোনো মূল্যে কুড়িগ্রামকে মাদকমুক্ত করা হবে।”