৬,০০০ পিস ইয়াবাসহ যাত্রাবাড়ীতে দুই মাদক কারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৫ জুন ২০২৫:

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৬,০০০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন মোঃ আলমগীর হোসেন (৪৫) ও মোঃ জিহাদ (২০)।

বুধবার রাত ৯:৪৫ মিনিটে রায়েরবাগ খাঁন বাড়ী চৌরাস্তা সংলগ্ন জাস্ ভিআইপি টাওয়ার-২ এর ১০ম তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে তাদের হেফাজত থেকে ৬,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইয়াবা বিক্রির উদ্দেশ্যেই ওই ফ্ল্যাটে অবস্থান করছিল বলে স্বীকার করেছে।

রেকর্ড পর্যালোচনায় দেখা গেছে, আলমগীরের বিরুদ্ধে খিলগাঁও ও কদমতলী থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *