নিজস্ব প্রতিবেদক। ঢাকা, ২৫ জুন ২০২৫:
রাজধানীর বনানী থানা এলাকায় ৯৯ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (ডিবি)-গুলশান বিভাগের একটি চৌকস টিম। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ একুব আলী শেখ (৫১)।
ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ জুন) রাত ১১:৪৫ মিনিটে বনানী ১১ নম্বর রোডের পশ্চিম প্রান্তে ফুটওভার ব্রিজের নিচে অবস্থানরত অবস্থায় একুব আলীকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৯৯ কেজি গাঁজা।
গোয়েন্দা কর্মকর্তারা জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, একুব আলী দীর্ঘদিন ধরে কুড়িগ্রামসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা এনে ঢাকার বিভিন্ন এলাকায় সরবরাহ করতো। সে বনানীতেও গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে একুব আলী অবৈধ গাঁজা পরিবহনের কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।