গণঅভ্যুত্থান দিবস পালনে ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫:
আসন্ন জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান দিবসসমূহ যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার একটি ৩৬ সদস্যের জাতীয় কমিটি গঠন করেছে। এই কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

কমিটির সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এবং কর্মসূচি সমন্বয়কের দায়িত্বে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

এছাড়া কমিটিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টাবৃন্দ ছাড়াও জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং সামরিক বাহিনীর প্রধানগণ অন্তর্ভুক্ত রয়েছেন। উল্লেখযোগ্য সদস্যদের মধ্যে রয়েছেন অর্থ, পরিকল্পনা, আইন, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, কৃষি, শিল্প, শিক্ষা, পরিবেশ, যুব ও ক্রীড়া, স্বাস্থ্য, সমাজকল্যাণ, ধর্ম, বাণিজ্য, পর্যটন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টাবৃন্দ এবং জনপ্রশাসন ও অর্থ সচিবসহ সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানরা।

এই কমিটি আগামী ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গণঅভ্যুত্থানের বিভিন্ন দিক তুলে ধরবে। কর্মসূচির সূচনা হবে ১ জুলাই দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে শহীদদের স্মরণে প্রার্থনার মাধ্যমে।

এই আয়োজনের উদ্দেশ্য হলো— গণতন্ত্র, স্বাধীনতা ও ন্যায়ের সংগ্রামে শহীদদের স্মরণ এবং নতুন প্রজন্মের মাঝে গণতান্ত্রিক চেতনা ও জাতীয় ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।

বন্ধুদের সাথে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *