নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫ (বুধবার):
কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে অস্ত্র ও মাদকসহ পাঁচজন সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে শুরু হওয়া অভিযানে একটি ৯ মি.মি. পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি এ্যামুনিশন (গুলি) এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য উদ্ধার করা হয়। অভিযানটি সুষ্ঠু ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন হয় সেনাবাহিনী ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ এবং অবৈধ অস্ত্র ও মাদকের ব্যবসায় জড়িত ছিল।
বাংলাদেশ সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সাধারণ মানুষের জান-মালের সুরক্ষায় সেনাবাহিনী সবসময় প্রস্তুত রয়েছে। একইসাথে তারা দেশবাসীকে আহ্বান জানিয়েছে, কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বা সন্দেহজনক তথ্য জানতে পারলে যেন নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে অবিলম্বে জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।