পবিত্র আশুরা ও উল্টোরথ যাত্রায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করবে পুলিশ প্রশাসর্ন
নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫:
পবিত্র আশুরা এবং হিন্দু ধর্মাবলম্বীদের রথ ও উল্টোরথ যাত্রা উপলক্ষে রাজধানী ঢাকায় নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) আয়োজিত সমন্বয় সভা আজ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার শেখ মোঃ সাজ্জাত আলী, এনডিসি।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আশুরা ও রথযাত্রা ঘিরে নেয়া নিরাপত্তা ব্যবস্থা উপস্থাপন করেন।
এ সময় তাজিয়া/শোক মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ, বিভিন্ন সেবা সংস্থা ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, এবং ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন এবং নিজেদের মতামত ও পরামর্শ প্রদান করেন।
সভাপতির বক্তব্যে ডিএমপি কমিশনার বলেন,
“পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পবিত্র আশুরা এবং রথযাত্রা ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা আশা করি, সব ধর্মের মানুষ সৌহার্দ্য ও সম্মান বজায় রেখে শান্তিপূর্ণভাবে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে সহযোগিতা করবেন।”
তিনি তাজিয়া মিছিল আয়োজকদের প্রতি আহ্বান জানান যেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখেন এবং তারা শৃঙ্খলা বজায় রাখতে সক্রিয়ভাবে কাজ করেন। পাশাপাশি পুলিশ আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সর্বাত্মকভাবে কাজ করবে বলেও জানান তিনি।
অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মোঃ নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেন,
“আগামী ৫ জুলাই রথযাত্রা অনুষ্ঠিত হবে। আমরা চাই কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। তাই তাজিয়া মিছিলে ভিডিও ক্যামেরা ব্যবহার বাধ্যতামূলক করা উচিত, যাতে সন্দেহভাজন কার্যক্রম নজরে আনা যায়।”
এছাড়া সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) হাসান মোঃ শওকত আলী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মোঃ মাসুদ করিম, যুগ্ম ও উপ-পুলিশ কমিশনারগণ, ডিএমপি’র অন্যান্য কর্মকর্তাগণ, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, ডিপিডিসি, ডেসকো, স্বাস্থ্য অধিদপ্তর ও ফায়ার সার্ভিসের প্রতিনিধি এবং তাজিয়া মিছিল উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।