নিজস্ব প্রতিবেদক:- ঢাকা, ২৫ জুন ২০২৫:
আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে রাজধানীর নির্দিষ্ট কয়েকটি রুটে যান চলাচলে সাময়িক নিয়ন্ত্রণ আরোপ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি জানিয়েছে, আগামী ২৭ জুন (বৃহস্পতিবার) বিকাল ৩টা থেকে রথযাত্রা উপলক্ষে এবং ৫ জুলাই (শনিবার) সকাল ১০টা থেকে উল্টো রথযাত্রা উপলক্ষে যাত্রা শুরুর পূর্ব মুহূর্ত পর্যন্ত সংশ্লিষ্ট রুটে যান চলাচল নিয়ন্ত্রণে রাখা হবে।
নির্ধারিত রুটসমূহ হলো:
স্বামীবাগ ইস্কন মন্দির ➝ জগন্নাথ মন্দির ➝ ইঞ্জিনিয়ার মোড় ➝ শান্তিনগর চত্বর ➝ দৈনিক বাংলা মোড় ➝ বায়তুল মোকাররম উত্তর গেইট ➝ পল্টন মোড় ➝ প্রেস ক্লাব ➝ রাজারবাগ মোড় ➝ হাইকোর্ট মাজার ➝ দোয়েল চত্বর ➝ শহীদ মিনার ➝ জগন্নাথ হল ➝ পালা ➝ চাপাইনবাবগঞ্জ মন্দির।
নির্দেশনায় বলা হয়েছে, রথযাত্রা উপলক্ষে উক্ত রুটে যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন চালনার ক্ষেত্রে ডিএমপি ট্রাফিক বিভাগ থেকে বিশেষ অনুরোধ করা হয়েছে।
নোটিশে ঈদুল আজহার কোনো উল্লেখ নেই। এটি শুধুমাত্র রথযাত্রা ও উল্টো রথযাত্রা সংক্রান্ত যান চলাচল নির্দেশনার জন্য জারি করা হয়েছে।